বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াছ আলী নিখোঁজের ঘটনায় ১৮ দলীয় জোটের ডাকা হরতালে নাশকতা চালানোর অভিযোগে বিশ্বনাথ থানা পুলিশ বিএনপি, জামাত ও অন্যান্য দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করেছে। বিশ্বনাথ থানার এসআই দেব দুলাল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং-১৬, তারিখ ২৩/০৪/২০১২ইং। মামলার এজাহার নামীয় আসামীরা হলেন, ৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লিলু মিয়া, ৬ নং বিশ^নাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন, ২নং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন সিদ্দিকী, ৪ নং রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার খাঁ, ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ থানা ছাত্রদলের সভাপতি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মৌরশ আলী, সানোয়ার, মাহমদ হোসেন চৌধুরী, মুহিবুর রহমান, আঙুর আলী, লুৎফুর রহমান উরফে ছোট মিয়া, মোঃ সামাদ মিয়া, জালাল উদ্দিন, আক্রম আলী, শিপু মিয়া, নাজমুল ইসলাম রুহেল, আনোয়ার হোসেন, মোঃ আক্তার হোসেন, মোঃ রুহুল কুদ্দুস, জাহেদ আলী, মোঃ রিপন মিয়া, আব্দুস সালাম, আব্দুল কুদ্দুস, আব্দুল হাই, মোঃ আলা উদ্দিন, মোঃ মিজান, হাবিবুর রহমান, মোঃ আনহার মিয়া, মুসলিম আলী, সিরাজ, রাজন মিয়া, শানুর আলী, মোঃ ফয়জুল হক, ফাহিম, মুকিত মিয়া, আব্দুর রউফ, আবুল কালামসহ অজ্ঞাতনামা আরো বেশ কয়েকজনকে আসামী করা হয়। মামলার বিবরণে বাদী এসআই দেব দুলাল উল্লেখ করেন, ২৩/০৪/২০১২ইং দুপুর ২ টা ১৫ মিনিটে বিশ্বনাথ উপজেলা পরিষদের সামনের রাস্তায় হরতাল পালনের নামে ১নং লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার নেতৃত্বে অপরাপর আসামীরা নাশকতার পাশাপাশি সরকারী সম্পদ নষ্টসহ জননিরাপত্তা বিঘ্নের অপরাধ সম্পন্ন করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা