প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০১৫, ১২:৪৭ পূর্বাহ্ণ
বিশ্বনাথ কালিগন্জ বাজারে প্রায় ১০০ বছরের পুরাতন কালী মন্দিরে হামলা ও মন্দিরের জায়গা দখল
বিশ্বনাথ প্রতিনিধি ::: সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় কালিগন্জ বাজারে কালী মন্দিরে হামলা ও জায়গা দখল করে মার্কেট নির্মাণের এর অভিযোগ পাওয়া গেছে। কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শশাংক বৈদ্য বাদী হয়ে বিশ্বনাথ থানায় এই অভিযোগ করেন। তিনি অভিযোগ এ উল্লেখ করে বলেন ১৯২৩ সালে ৪৪ শতক জায়গায় এই কালী মাতার মন্দিরটি অবস্থিত। আব্দুল বারী নামে একজন ক্ষমতাশালী ব্যক্তি মন্দিরের ১৯ শতক জায়গা(যার বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা) দখল করে মার্কেট নির্মাণ করছেন এই মার্কেট নির্মাণের কাজে বাধা দিলে আব্দুল বারী খেপে যান এবং তার ছেলে ও বাতিজা সহ অন্যান অনুসারীদের নিয়ে মন্দিরে হামলা ও ভাংচুর এবং অগ্নি সংযোগ করেন এতে মন্দিরের ব্যপক ক্ষতি হয়েছে।মন্দিরের প্রধান গেইটও ভাঙ্গার চেষ্টা করা হয়।পুলিশ আসতেছে শুনে তারা পালিয়েছে।এই মামলায় আসামী করা হয় তাতালপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল বারী(৫০) আব্দুল বারীর ছেলে সোহেল মিয়া(২৭) শামীম মিয়া(৪০) ফারুক মিয়া(৩৫),শরীফ মিয়া(৩২) সর্ব পিতা মৃত মানিক মিয়া,বাজিতপুর গ্রামের গৌছ মিয়ার ছেলে মাসুম মিয়া(৪২) একই গ্রামের আব্দুল মুমিন এর ছেলে মাসুদ আহমদ(৩৮)ও মিল্লাক আহমদ(৩৪)।এই বিষয়ে আব্দুল বারী কে ফোন দিলে তিনি বলেন মন্দিরে হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা কে বা কারা হামলা করেছে তিনি জানেন না তিনি পাল্টা অভিযোগ করে বলেন নিজের জায়গায় তিনি মার্কেট নির্মাণ এর কাজ শুরু করলে দুপুর ১২ঃ০০ ঘটিকার দিকে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মন্দির কমিটি আমার কাছে বিরাট অঙ্কের টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা না দেওয়ায় নিজেরা এই নাটক তৈরি করেছে।থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষ ব্যবস্তা গ্রহন করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা
সম্পাদকীয় যােগাযোগ- রশীদিস্তান, আম্বরখানা সিলেট , বার্তা ও বাণিজ্যিক যোগাযােগ ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটি, ৬ষ্ঠ তলা, জিন্দাবাজার, সিলেট Email-jugabheri@gmail.com