দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্রদল নেতার উপর ছাত্রলীগ নেতাকর্মীদের বর্বর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে দক্ষিণ সুরমার লালাবাজারে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। আহত ছাত্রদল নেতার নাম কামরুল ইসলাম। তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের নরসিংপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে লালাবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ এর অঙ্গ সংগঠনের নেতার্কীরা উপস্থিত ছিলেন। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে লালাবাজার পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়। তখন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে ধাওয়া করে। এসময় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পন্ড হয়ে যায় ছাত্রদলের মিছিল। সংঘর্ষে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদল নেতা কামরুল ইসলামের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহত কামরুল ইসলাম দক্ষিণ সুরমার ৬ নং লালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক। তাকে স্থানীয় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আলাপকালে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ছাত্রদল নেতাকর্মীরা মিছিল সমাবেশ করে ঢাকা সিলেট মহাসড়কের লালাবাজারে অবরোধ করে। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে তাদের সংঘর্ষের খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একটি টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা