দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্রদল নেতার উপর ছাত্রলীগ নেতাকর্মীদের বর্বর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে দক্ষিণ সুরমার চন্ডিপুলে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারী) বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চন্ডিপুলে দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ এর অঙ্গ সংগঠনের নেতার্কীরা উপস্থিত ছিলেন। মিছিলটি কলেজ ক্যাম্পাস ঘুরে এক সমাবেশে মিলিত হয়। পরে মিছিলটি চন্ডিপুলে আসামাত্র স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা সশস্ত্র মিছিলটিকে ধাওয়া করে। এসময় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিরোধ করার চেষ্টা করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পন্ড হয়ে যায় ছাত্রদলের মিছিল। সংঘর্ষে ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদল নেতা মো: শাহেদ মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আহত শাহেদ দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তিনি তেতলী ইউনিয়নের নিজগাঁও গ্রামের মৃত আশিক মিয়ার পুত্র। তাকে নর্থ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে গুরুতর আঘাত রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে আলাপকালে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন বলেন, ছাত্রদল নেতাকর্মীরা মিছিল সমাবেশের করে চন্ডিপুলে রাস্তা অবরোধ করে। এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে তাদের সংঘর্ষের খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একটি টিম সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে স্থানীয় আওয়ামীলীগের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আসামীদের ধরতে পুলিশ অভিযান চালাবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা