স্টাফ রিপোর্টার ::::
দৈনিক সিলেট সুরমা পত্রিকার উপ সম্পাদক আব্দুল হালিম সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। গতকাল অফিস থেকে ফেরার পথে জিন্দাবাজার পয়েন্টের মুখে নির্জন জায়গায় কিছু সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১১ টার দিকে জিন্দাবাজার পয়েন্টে মোটরসাইকেলে থাকা আব্দুল হালিমকে মারধর শুরু করে সন্ত্রাসীরা। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় আব্দুল হালিমকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ত্রাসীরা তাকে শরীরের বিভিন্ন জায়গায় রড দিয়ে আঘাত করে এবং দেশিয় ছুরি দিয়ে তার ডান হাতে জখম করে। এ বিষয়ে আব্দুল হালিমের কলিগ সিলেট সুরমার স্টাফ রিপোর্টার আফজাল হাসান বলেন, "আব্দুল হালিম সকালে অফিসে আসেন, রাতে অফিস থেকে বাসায় ফিরছিলেন তিনি । এসময় তাকে সন্ত্রাসীরা আক্রমণ করে নির্যাতন করে প্রাণে মেরে ফেলতে চায়।’ ‘কোতয়ালি থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে যাই। সেখান থেকে একটি দেশিয় ছুরি এবং রড উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ জন অজ্ঞাতকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা