স্টাফ রিপোর্টার : গতকাল কতোয়ালী থানাধীন চৌহাট্টাস্থ সিলেট আলীয়া মাদরাসা থেকে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় যে, কতোয়ালী থানার পুলিশ বিশ^স্থসূত্রে সংবাদ পায় যে, গতকাল সিলেট আলীয়া মাদরাসার মাঠের উত্তর-পশ্চিম কোণে ছাত্রাবাসের পিছনে শিবির কর্মীরা নাশকাতমূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নিতেছে। তাৎক্ষনিক ভাবে এস.আই (নিরস্ত্র) মোঃ শাহিন মিয়া ঘটনাস্থলে পৌছালে শিবির কর্মীরা পুলিশের উপস্থিতি টের তারা পুলিশের উপর এলোপাতাড়ি ইট-পাথর নিক্ষেপ করিয়া বিভিন্ন গলির ভিতের প্রবেশ করে। এ সময় ধাওয়া করিয়া শিবির কর্মী মঞ্জুর আহমদ (২৬), পিতা: জালাল উদ্দিন, গ্রাম: মাছিমপুর, থানা: কতোয়ালী, জেলা: সিলেটকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দেয়া জবানবন্দি অনুযায়ী নাশতকতা মূলক কর্মকান্ড সংঘঠন করিয়া সিলেট শহরে অস্থিতীশিল পরিবেশ সৃষ্টির অপরাধে প্রায় আটজন শিবির কর্মীকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে-১৯৭৪ এর ১৫(৩)/২৫-এঐঅ ধারায় কতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরে শিবির সভাপতির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি ইসলামী সংগঠন। শিবিরের কর্মীরা কখনো নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকবে এটি পাগলেও বিশ^াস করবেনা। তিনি আরো বলেন, আমরা সেখানে সাথী বৈঠক করছিলাম। হঠাৎ করে পুলিশের কিছু অতি উৎসাহী অফিসার বিনা ইন্দনে আমারে প্রোগ্রামে হামলা চালায় এবং একজনকে গ্রেফতার করে থানায় মামলা দায়ের করে। তারা এ মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা