যুগভেরী ডেস্ক :::
সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদল কর্মী নাহিয়ানকে দেখতে গেলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম। গতকাল ২৯/০৯/২০১৯ইং সন্ধ্যায় শাহপরান (রঃ) থানার খাদিমপাড়া ইউনিয়নের কল্লগ্রামের নাহিয়ানের নিজ বাসায় উপস্থিত হন আবুল কাহের শামীমসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম সাংবাদিকদের জানান আওয়ামী লীগের মদদপূষ্ট সন্ত্রাসীদের এ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য গত ২৫/০৯/২০১৯ইং বন্দরবাজার এলাকার মধুবন সুপার মার্কেটের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা পিটিয়ে আহত করে সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদারের ছেলে জেলা ছাত্রদল কর্মী নাহিয়ানকে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা