• ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেটে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশসহ আহত ২০

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২০
সিলেটে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ, পুলিশসহ আহত ২০

গতকাল সোমবার সিলেটের উপশহর এলাকায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ ও মোটর সাইকেলে অগ্নিসংযোগ ।


স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অনন্ত : ২০ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারী ২০২০) দুপুরের দিকে সিলেট কোতোয়ালী থানার উপশহর রোডস্থ শাহজালাল সিটি কলেজের বাইরে মেইন রোডের পাশে এ হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।  পুলিশ, প্রত্যক্ষদর্শি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১০ ফেব্রুয়ারী দুপুরে সিলেট কোতোয়ালী থানাধীন উপশহর রোডস্থ শাহজালাল সিটি কলেজের বাইরে মেইন রোডের পাশে একটি খালি জায়গা ছাত্রদলের কর্মী হওয়ার সুবাদে শাহজালাল সিটি কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নোবেল আহমদ, সাব্বির আহমদ, মো. শাহিন, বাবুল আহমদ, জুনেদ আহমদ, আনহার মিয়া, শিব্বির আহমদ, সবুর আহমদ, নজরুল ইসলাম, শাকিল আহমদসহ অজ্ঞাত কয়েক জন আড্ডা দিয়ে আসছিলো। ওইদিন দুপুর ২ টার দিকে (ছাত্রলীগের কর্মীরা ওই জায়গার দখল নিতে) ছাত্রলীগের কিছু কর্মীদের দেখে পরিকল্পিতিভাবে বাজে অঙ্গভঙ্গি ও মন্তব্য শুরু করলে ছাত্রলীগের কর্মীদের সাথে ওই শিক্ষার্থীদের বাকবিতন্ডা ও হাতাহাতির রূপ নেয়। এক পর্যায়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে মারামারি শুরু হয়। এতে ছাত্রলীগের কয়েকজন আহত হন। এ সময় নোবেল আহমদসহ ছাত্রদলের ১০/১৫ জন শিক্ষার্থী পাশ্ববর্তী দোকানপাটে হামলা ভাংচুর চালায় এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে সড়কে যান চলাচলরত গাড়ীতে বাঁধা সৃষ্টিসহ সরকার ও রাষ্ট্র বিরোধী উসকানীমূলক বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে রাস্থা অবরোধ করে রাখে। এ সময় উপশহর ও সোবহানীঘাট সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদলের কর্মীরা অবরোধ তুলে নেওয়ার জন্য অনুরোধ করলে এসময় তারা পুলিশ ও জনসাধারণকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে ছাত্রলীগ, পুলিশ ও পথচারীসহ উভয়পক্ষের অনন্ত: ২০ জন আহত হন। তখন পুলিশ ধাওয়া দিলে হামলাকারী ছাত্রদলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন।   এ বিষয়ে এসএমপি কোতোয়ালী থানার এসআই আরাফাত হোসেন জানান, হামলাকারীদের বিরুদ্ধে আমি নিজে বাদি হয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।  এ ব্যাপারে এসএমপি কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিবুর রহমান জানান, ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আমাদের বেশ কিছু পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্থুতি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন