স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে বাঁধনপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার ধরের উপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, ১৬ অক্টোবর, ২০২০ তারিখ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকার সময় অফিস হতে বাসায় ফেরার পথে পিটিআই স্কুলের গেটের সম্মুখে কতিপয় দুষ্কৃতিকারী অঞ্জন কুমার ধরের উপর অতর্কিত হামলা করে এবং মারধর করে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে চলে যায়। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী অত্র সংবাদমাধ্যমকে বলেন, বাঁধনপাড়া নিবাসী অঞ্জন কুমার ধর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এবং বাঁধনপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে বাঁধনপাড়ায় দুর্গা মন্দিরের জন্য জমি ক্রয়সহ দুর্গা মন্দির প্রতিষ্ঠা কাজ করতে গিয়ে হেফাজতে ইসলামের উগ্রপন্থী অনুসারীদের রোষানলে পড়েন। এরপর হতে হেফাজতে ইসলামের উগ্রপন্থীরা তাকে হিন্দু ধর্মীয় সংগঠনের কাজ হতে এবং বাঁধনপাড়ায় দুর্গামন্দির স্থাপন হতে বিরত থাকার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছিল। এ ঘটনা নিয়ে ভুক্তভোগী ও তার পরিবার ভয়ে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে চাননি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা