ফ্রান্সে প্রকাশ্যে বহুতল ভবনে রাসূলের (সা.) ব্যঙ্গ কার্টুন প্রকাশ ও রায়হান হত্যার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট সদর উপজেলার বিক্ষোভ মিছিল বের হয়। গতকাল মঙ্গলবার সদর উপজেলার টুকের বাজার এলাকা থেকে বাদ আসর মিছিলটি বের হয়ে তেমুখি পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস, সিলেট সদর উপজেলার সভাপতি হাফিজ কাজী জুনাইদ আহমদ এর সভাপতিত্বে ও হাফিজ ইমামুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবার হোসাইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেশ খেলাফত মজলিস সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, প্রচার সম্পাদক মাওলানা মুফতি সৈয়দ নাসির, সদর উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, মাওলানা জাহেদ আহমদ, মাওলানা কামাল আহমদ, মাওলানা রেজাউল হক, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আনোয়ার হোসাইন, মুফতি মাওলানা জুনেদ আহমদ, ক্বারী রবিউল হক প্রমুখ। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা