যুগভেরী ডেস্ক ::: ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলায় নারীসহ অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ক্রিস্টিয়া এস্ত্রোজি।মেয়র একে সন্ত্রাসী হামলা মনে করছেন।
তিনি জানান, হামলাকারীকে আটক করা হয়েছে। এটি শহরের নোত্র দাম গির্জার উপর সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি।
ফ্রান্সের প্রচারমাধ্যম ‘ইউরোপ ১’ জানিয়েছে, এক ব্যক্তি ছুরি দিয়ে কয়েকজনের উপর এই হামলা চালিয়ে এক নারীসহ তিনজনকে হত্যা করেছে।
বিজ্ঞাপন
এদিকে পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স নিহতের সংখ্যা তিন বলে জানিয়েছে। এদের মধ্যে একজন নারী, যাকে গলা কেটে হত্যা করা হয়।
গ্রেপ্তার হওয়ার পরও হামলাকারী ‘আল্লাহ আকবর’ বলে যাচ্ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মেয়র। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ কিছুক্ষণ পর নিস-এ পৌঁছাবেন বলেও জানান তিনি।
এর আগে ১৬ অক্টোবর প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়ের পাটিকে ছুরি হামলা চালিয়ে হত্যা করা হয়। তিনি ক্লাসরুমে বাকস্বাধীনতা পড়াতে গিয়ে মহানবী (সা.) এর কার্টুন দেখিয়েছিলেন বলে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা