সুনামগঞ্জ সংবাদদাতা :
এক ঘণ্টার প্রতীকী ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে ইউনিয়ন পর্যায়ে নারীর নিরাপত্তা নিশ্চিত, নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠানে কন্যা শিশুদের ঝড়ে পড়া প্রতিরোধ চাইলেন সুনামগঞ্জ সরকারি কলেজের দাদশ শ্রেণির ছাত্রী তাজিন।
গতকাল বৃহষ্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালনকালে নারী বান্ধব জনপ্রতিনিধির ভূমিকা পালন করেন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) সুনামগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক তাজকিয়া হক তাজিন।
জেলার শিশুদের প্রতিনিধি তাজকিয়া হক তাজিন গতকাল দুপুরে সুনাসগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তাজিন সুনামগঞ্জ সদর উপজেলা তথা সুনামগঞ্জের সকল ইউনিয়নে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী/নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ চালু, নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ ফোন নাম্বার চালু ও শিক্ষা প্রতিষ্ঠানে কন্যা শিশুদের ঝড়ে পড়া প্রতিরোধের বিষয়ে সুপারিশমালা প্রদান করে।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন বলেন, ‘গার্লস টেকওভার কর্মসূচির মাধ্যমে সমাজের অবহেলিত কন্যাশিশুরা উৎসাহিত হবে, নিরাপদ থাকবে, শিক্ষায় শিক্ষিত হবে। এবং নতুন প্রজন্মের মেয়েরা নিজেদের স্বপ্নপূরণেও অঙ্গীকারবদ্ধ হবে।’
অনুষ্ঠানের শুরুতেই ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন প্রতীকী দায়িত্ব তুলে দেন তাজকিয়া হক তাজিনের কাছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা