জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের আহ্বায়ক নাজমুল আলম রোমেনের সভাপতিত্বে ও আনোয়ার হোসেন সুজন এবং আজমান শরীফের যৌথ উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বৃহত্তর জৈন্তিয়ার ১৭ পরগনা শালিস সমন্বয় কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবু জাফর মোঃ আবুল মৌলা চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা এটিএম বদরুল ইসলাম, এডভোকেট জামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য মুহিবুল হক মুহিব, সাবেক ছাত্রনেতা লাল মোহন দেব, আহমদুল কিবরিয়া বকুল, মনির উদ্দিন আহমদ, জালাল উদ্দিন, এডভোকেট আলতাফ হোসেন, উপাধ্যক্ষ শাহেদ আহমদ, মঈনুল হোসেন, এডভোকেট আব্দুর রহিম, ভাইস চেয়ারম্যান বশির আহমদ, কামরুল হাসান আমিরুল চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা জাকারিয়া আহমদ, অধ্যাপক সালাউদ্দিন বেলাল, কামরুজ্জামান চৌধুরী, অধ্যাপক এম. এ. রহিম, এমদাদুল হক তুহিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কে এম. শাহীন এবং গীতা পাঠ করেন প্রণথ কান্তি দেব। দোয়া পরিচালনা করেন এডভোকেট হাসান আহমদ। কাউন্সিল অধিবেশনে ৭১ সদস্য বিশিষ্ট জৈন্তিয়া কেন্দ্রীয় ছাত্র পরিষদের বিভিন্ন পদে একাধিক প্রার্থী সমঝোতা না হওয়ায় ১৭ পরগনা শালিস সমন্বয়ক কমিটির সভাপতি সকলের সম্মতি নিয়ে গ্রহণযোগ্য একটি কমিটি পরবর্তীতে ঘোষণা করবেন। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা