• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের করোনা পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের করোনা পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

সিলেট নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের সিদ্ধান্ত মোতাবেক যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বিদেশগামীদের করোনা পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ৩ নভেম্বর মঙ্গলবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোঃ আযম খান।
তিনি তার বক্তব্যে বলেন, সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেটের যুবকদের প্রশিক্ষিত করে তুলতে কাজ করে যাচ্ছে। দেশের বেকার যুব সমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে।
টিটিসি’র সিনিয়র ইন্সট্রাক্টর রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দি নিউ নেশন ও দৈনিক আজকালের খবর’র সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, টিটিসি’র চীফ ইন্সট্রাক্টর শামীমা আক্তার, মোজাফ্ফর হোসেন, শিরিন আক্তার, শাহ আলম পাটোয়ারী, সিনিয়র ইন্সট্রাক্টর মনিরুজ্জামান মনির, বাপ্টু পুরকায়স্থ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনায় করেন ইন্সট্রাক্টর মোয়াজ্জেম হোসেন।
এসময় প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষক সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন