• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

যুক্তরাষ্ট্রের সেনেটের নিয়ন্ত্রণ ‘রিপাবলিকানদের হাতেই’

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
যুক্তরাষ্ট্রের সেনেটের নিয়ন্ত্রণ ‘রিপাবলিকানদের হাতেই’

যুগভেরী ডেস্ক ::
রিপাবলিকানদের হাত থেকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের নিয়ন্ত্রণ নিয়ে নিতে ডেমোক্র্যাটদের চেষ্টা এবারও ব্যর্থ হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
ডেমোক্র্যাটরা এখন পর্যন্ত রিপাবলিকানদের হাতে থাকা দুটি আসনে জয় পেলেও অন্য এক আসনে উল্টো হেরে গেছে।
প্রতিদ্বন্দিতাপূর্ণ ছয়টি আসনে কে জয়ী হচ্ছে তা জানতে বুধবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সেনেটের ৩৫টি এবং প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে নির্বাচন হয়েছে।
কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের নির্বাচনে ডেমোক্র্যাটরা কলোরাডো ও অ্যারিজোনার দুই সিনেটর কোরি গার্ডনার ও মার্থা ম্যাকসেলিকে হারিয়েছেন, কিন্তু আলাবামায় তাদের সেনেটর ডগ জোনস হেরে গেছেন।
আইওয়ার রিপাবলিকান সেনেটর জনি আর্নস্ট, মন্টানার সিভ ডেইনস, সাউথ ক্যারোলাইনার লিন্ডসে গ্রাহাম এবং টেক্সাসের জন করনিন নিজ নিজ আসন ধরে রেখেছেন বলে জানিয়েছে বিভিন্ন টেলিভিশন নেটওয়ার্ক ও এডিসন রিসার্চ।
ক্যানসাসের নির্বাচনে রিপাবলিকান রজার মার্শাল ডেমোক্র্যাট বারবারা বলিয়েরকে পরাজিত করেছেন।
মেইনে রিপাবলিবান সুসান কলিন্স ডেমোক্র্যাট সারা গিডিওনের চেয়ে এগিয়ে আছেন। নর্থ ক্যারোলাইনায় থম টিলিস তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বির চেয়ে প্রায় ৯৫ হাজার ভোট এগিয়ে থাকার পর নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন; যদিও ওই আসনের ফলাফল এখনও নির্ধারিত হয়নি।
মঙ্গলবারের আগ পর্যন্ত রিপাবলিকানরা উচ্চকক্ষ সেনেটে ৫৩-৪৭ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ ছিল।
সেনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে না পারলেও ডেমোক্র্যাটরা আগের মতোই প্রতিনিধি পরিষদের দখল ধরে রাখতে পারবে বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের ১৮০টি আসনে ডেমোক্র্যাট এবং ১৭১টি আসনে রিপাবলিকানরা এগিয়ে আছে বলে জানিয়েছে সিএনএন।
নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য একটি দলকে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ন্যূনতম ২১৮টি জিততে হবে।

 

সংবাদটি শেয়ার করুন