নিজস্ব সংবাদদাতা, বড়লেখা ::::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশের ৩০ জন সদস্যকে বাইসাইকেল দেওয়া হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ চত্বরে বাইসাইকেলগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) প্রকল্পের আওতায় এসব বাইসাইকেল কিনে দেওয়া হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। সমাজসেবা কার্যালয় ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সযোগিতায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে।
একই অনুষ্ঠানে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৩০ জনের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক, ৩০ জন প্রয়াত বীর মুক্তিযোদ্ধার উত্তরাধিকারদের মাঝে প্রতিস্থাপন সম্মানী ভাতার বই তুলেন দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ময়নুল হক, ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সচিব সজল কুমার দেব, গ্রাম পুলিশ দ্বিজেন্দ্র বিশ্বাস, উৎপল সিংহ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সুজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিব আলী, বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ উপস্থিত ছিলেন।