• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট রেঞ্জের বার্ষিক ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
সিলেট রেঞ্জের বার্ষিক ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন
 যুগভেরী ডেস্ক :::  বৃহস্পতিবার আরআরএফ, সিলেট লালাবাজার পুলিশ লাইনে অনুষ্ঠিত সিলেট রেঞ্জ বার্ষিক ভলিবল চ্যম্পিয়নশীপ টুর্ণামেন্ট/২০২০ এর ফাইনাল খেলায় আরআরএফ, সিলেট দল মৌলভীবাজার, জেলা পুলিশ দলকে পরাজিত করে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।  খেলাটি উদ্বোধন করেন সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম। খেলায় বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ অন্যান্যদের উপস্থিত ছিলেন আরআরএফ কমান্ড্যান্ট  মোঃ মাহমুদুর রহমান পিপিএম, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ নুরুল ইসলামসহ আরও পদস্থ কর্মকর্তাবৃন্দ। খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের মধ্যে ট্রফি ও মেডেল প্রদান করতঃ মাননীয় ডিআইজি মহোদয় উপস্থিত খেলোয়ার-দর্শকদের উদ্দেশ্যে এক মনোজ্ঞ সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পুলিশ বাহিনীর পেশাগত কঠোর দায়িত্ব ও পরিশ্রমের পাশাপাশি নির্মল খেলাধূলার গুরুত্ব আরোপ করে কবিতার ছন্দে তিনি বলেন, “খেলাধূলা সারাক্ষণ, সুস্থ দেহ, সুস্থ মন”।
ডিআইজি মহোদয় সিলেট রেঞ্জ পুলিশ টিমের বিভিন্ন খেলার গৌরবোজ্জ্বল ইতিহাসের ভূয়সী প্রসংশা করেন এবং আরআরএফ পুলিশ লাইন্সে একটি আদর্শ ফুটবল মাঠ, পুকুরের চারপার্শ্বে  চিত্তাকর্ষক বৃক্ষরোপন ও নান্দনিক ওয়াকওয়ে নির্মাণের আশা ব্যক্ত করেন। পরিশেষে একটি সফল ও আনন্দদায়ক টুর্ণামেন্ট উপহার দেয়ার জন্য আরআরএফ কমান্ড্যান্টসহ সকল স্তরের অফিসার-ফোর্সকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁহার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন।
সংবাদটি শেয়ার করুন