মোঃ আব্দুল হালিম, জৈন্তাপুর : সিলেটের জৈন্তাপুর উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে ১৮ নভেম্বর বুধবার ভোর রাতে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের উত্তর বাঘেরখাল গ্রামে। পুলিশ ঘাতক স্বামীকে আটক করে এবং নিহত স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর বাঘেরখাল গ্রামের মৃত আয়াত উল্লার ছেলে বাবুল আহমদ (৫৫) মোট ৩টি বিয়ে করেছে। প্রথম স্ত্রী একই গ্রামের মৃত সামছুল হকের মেয়ে ছাবিয়া খাতুন (৫০) এর সাথে বুধবার রাত্রিযাপন করে এবং ভোর বেলা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় বাবুল’র শরীরসহ পরিহিত লুঙ্গিতে রক্ত দেখে সন্দেহ হয় বাড়ী লোকজনের। এক পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলে সে কারো কোন কথার উত্তর না দিয়ে চলে যেতে চাইলে বাড়ীর লোকজন তাকে আটক করে। পরে পুলিশে খবর দিলে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুল আহমদকে আটক করে এবং নিহত ছাবিয়া খাতুনের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এব্যাপারে জৈন্তাপুর মডেল থানায় নিহতের ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং - ০৮, তারিখ- ১৮/১১/২০২০ইং। এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহসীন আলীর সাথে আলাপাকালে তিনি বলেন ছাবিয়া খাতুনর স্বামী বাবুল আহমদ প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনা স্বীকার করেছে। আমরা বাবুলকে আটক করে আদালতে প্রেরণ করেছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা