সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সভাপতি ও মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া ও নাগরিক কমিটির অন্যতম সহ-সভাপতি, বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিব হোসেনের আশু রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা নগরির স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যদের মধ্যে অংশ নেন সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক, সিটি কাউন্সিলর মোঃ আজম খান, সহ-সাধারণ সম্পাদক গোলাম হাদী ছয়ফুল, যুগ্ম সম্পাদক আবদুল মালেক তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ লায়েক মিয়া, অর্থ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, অন্যতম নেতা আব্দুল হাই আজাদ বাবলা, বাবুল হোসেন, সমুজ মিয়া, খলিল মিয়া, সোহেল রানা, এসএম হারুন চিশতি প্রমুখ। মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন ভার্থখলাস্থ ছিফাত উল্লাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুবাশ্বির আহমেদ এবং সহকারী ইমাম হাফেজ বুরহান আহমেদ। পরে শিরণি বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা