নিজস্ব সংবাদদাতা, গোলাপগঞ্জ :::
গোলাপগঞ্জে গরু বাঁচাতে গিয়ে সিএনজি অটোরিকশা কৃষি জমিতে পড়ে গেলে চালকসহ ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড়ে এ দুর্ঘটনাটি ঘটে। তবে আহত ৪ জনের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী নাম্বারবিহীন সিএনজি অটোরিকশার সামনে হঠাৎ গরু চলে আসে। এসময় গরু বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশাটি উল্টে রাস্তার পাশের কৃষি জমিতে পড়ে যায়। এতে চালকসহ ৪জন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা