কানাইঘাট প্রতিনিধি :::
কানাইঘাট উপজেলা ও পৌর কৃষকলীগের এক বর্ধিত সভা গতকাল রবিবার বিকেল ৩টায় পৌর শহরস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক হারিছ উদ্দিনের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির সিলেট জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ খাদ্যে সয়ং সম্পূর্ণ হয়েছে। দেশের উন্নয়নের চালিকা শক্তি কৃষক সমাজের ভাগ্যের পরিবর্তন করার জন্য সরকারি ভাবে লক্ষ লক্ষ কৃষকদের বিনা মূল্যে বীজ, রাসায়নিক সার, কৃষি ভর্তুকী সহ প্রনোদনা প্রদান করা হচ্ছে। যাতে করে কৃষক আরো অধিক ফলন উৎপাদন করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে পারেন। কানাইঘাটে কৃষকলীগের সাংগঠনিক কার্যক্রম জোরদারের পাশাপাশি সরকারের এ সাফল্য জনগনের সামনে তোলে ধরার জন্য তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুর রব, সাংস্কৃতিক সম্পাদক জয়নুল ইসলাম, মৎস্য বিষয়ক সম্পাদক শামীম কবির, প্রচার সম্পাদক আবুল হোসেন, সহ-প্রচার সম্পাদক রায়হান আহমদ, জৈন্তাপুর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মন্নান। বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফজল হোসেন মিজান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের নেতৃবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা