• ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পরিবহন শ্রমিকদের নেতৃত্ব হারালেন ফলিক, নতুন সভাপতি মইনুল

Daily Jugabheri
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২১
পরিবহন শ্রমিকদের নেতৃত্ব হারালেন ফলিক, নতুন সভাপতি মইনুল

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সেলিম আহমদ ফলিককে পরাজিত করে নতুন সভাপতি হয়েছেন ময়নুল ইসলাম।

সোমবার (১ ফেব্রুয়ারি) ত্রি-বার্ষিক নির্বাচনের মধ্য দিয়ে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক নেতৃত্ব হারান।

সোমবার রাত ১টায় ফলাফল ঘোষনা করেন সহকারী নির্বাচন কমিশনার সাইদুল ইসলাম। এতে নতুন সভাপতি নির্বাচিত হন ময়নুল ইসলাম।

এর আগে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক এ সভাপতির বিরুদ্ধে।

এজন্য সংগঠনের সংবিধান অনুযায়ী ২৬ গ এর ধারায় বহিস্কার করা হয়েছিল সেলিম আহমদ ফলিককে। কিন্তু এই বহিস্কার মেনে নেননি ফলিক। অবশেষে গতকাল সোমবার সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব হারান তিনি।

সংবাদটি শেয়ার করুন