গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে দ‘ুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ি চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর লামাপাড়া নামাক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় আহতরা হলেন-গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সালামভাগ গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার সেকুল মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা (সিলেট মেট্রো-শ ১১-০০৮) ও গোলাপগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া (সিলেট মেট্রো-ন ১১-১০৬০) গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসকে কল দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে গাড়ির দরজা কেটে সেকুল মিয়াকে বের করেন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানায় পুলিশ। তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এসআই লুৎফুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গাড়িগুলো থানায় জব্ধ করা রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা