ওসমানীনগর প্রতিনিধি::
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলা যুব পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার তাজপুর বাজারে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক। বক্তব্য রাখেন, ছত্রলীগ নেতা রাসেল আহমদ, উপজেলা যুব পরিষদের সভাপতি মিল্লাদ আহমদ,সহ-সভাপতি রকি তপদার, সহ-সাধারন সম্পাদক ইমরান আহমদ, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, সাহেদ, অনিক আহমদ, ছালে আহমদ, কামরুল হাসান, সাব্বির, মুজাহিদ, মুসা, রেদোয়ান প্রমুখ।সভায় বক্তারা বলেন, বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের এই দিনে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির। মাতৃভাষার জন্য বাঙালির আত্মদানের এই অনন্য ঘটনা স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আজ বাঙালির সঙ্গে সারা বিশ্বেই দিনটি পালিত হচ্ছে।ভাষার জন্য আত্মত্যাগের কারণে ইতিহাসের পাতায় স্থান রয়েছে ভাষা আন্দোলনের।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা