ওসমানীনগর প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃবাষা দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামলীীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার তাজপুরস্থ ডাকবাংলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান। সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বক্তারা বলেন,বাংলা ভাষা রেখে পাকিস্তানীরা উর্দু ভাষাকে রাষ্ট্র ভাষা করতে চেয়েছিলো। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলনের মশাল জ্বালিয়েছিল বাংলাদেশ। ১৯৫২ সালে এই দিনই নিজের মাতৃভাষাকে মর্যাদা দেওয়ার লড়াইয়ে পথে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিল তরতাজা প্রাণগুলো। আলোচনা সভা পরবর্তীতে ৭ মার্চের তৎপর্য তুলে ধরা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ ও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের পক্ষ থেকে আসন্ন ৭ মার্চ ও ১৭ মার্চ ও ২৬ মার্চ পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় ৭ মার্চ পালনের বিষয়ে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বলেন, ঐতিহাসিক ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিলো মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের নির্দেশনার আলোকে এ দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। ইউনেস্কো এই ভাষণটিকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড’ রেজিস্টারে অন্তর্ভুক্ত করেছে। সভায় আগামী ৭ মার্চ উপজেলার ৮টি ইউনিয়ন আওয়ামীলীগ ও ওর্য়াড আওয়ামীলীগের পক্ষ থেকে নিজ নিজ এলাকায় ৭ই মার্চ কার্যক্রম পরিচালনা ও ১৭ই মার্চ বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে উপজেলার গোয়ালাবাজারে অনুষ্টিত সভা ও অনান্য কর্মসূচি ও ২৬ মার্চ স্বাধিণতা দিবসে তাজপুর ডাক বাংলায় অনুষ্টিত ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দকে উপস্থিত থাকার আহব্বান জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। এছাড়া নবগঠিত সিলেট জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির বিভিন্ন পদে স্থান পাওয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ জেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দকে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিন্দন জানানো হয়।বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দাল মিয়া, ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, আলাউর রহমান আলা, যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, অরুনোদয় পাল ঝলক, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান, আনা মিয়া,লুৎফুর রহমান, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা