সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর ফেরিঘাটে দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে জুয়া খেলার দায়ে ৪ জনকে আটক করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারী রাতে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁিড়র ইনচার্জ এসআই(নিঃ)/মোঃ রোকনুজ্জামান চৌধুরী পিপিএম, টিএসআই/আবুল কালাম আজাদ, এএসআই/সঞ্জয় চন্দ্র দে, এএসআই/হাবিবুর রহমান, কং/১৭৮৭ এনামুল এবং কং/১৫৪৭ প্রকাশ কুমারসহ পুলিশ সদস্য অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ তাদের আটক করেন। আটককৃতরা হলেন,
খায়রুল ইসলাম (৪০), আকবর আলী (২৬), আফাজ উদ্দিন (৩০), মো: জামাল (২৮)। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে বিজ্ঞ আদালতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম । প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা