সিলেটের মোবাইল জার্নালিষ্টদের একত্রিকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষ্যে সিলেটে কর্মরত মোবাইল সাংবাদিকদের নিয়ে কয়েক দফা বৈঠকের পর গঠন করা হয়েছে মোবাইল জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেটের আহবায়ক কমিটি।
বৃহস্পতিবার (৪ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ আস্থায়ী কার্যালয়ে সাদিকুর রহমান সাকী’র সভাপতিত্বে ও নুরুল ইসলামের পরিচালনায় সর্বসম্মতিক্রমে সাদিকুর রহমান সাকীকে আহবায়ক ও আবু বকর কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির যুগ্ম-আহবায়ক আবুল হোসেন (আবুল মোহাম্মদ), যুগ্ম-আহবায়ক বদরুর রহমান বাবর, যুগ্ম-আহবায়ক এম এ মালেক, যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম, সদস্য সচিব-আবু বকর, সদস্য শফি আহমদ, রুহিন আহমদ, এইচ এম শহীদুল ইসলাম, মো. আজমল আলী, রিয়াজ আহমেদ।-বিজ্ঞপ্তি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা