• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে ইউনিয়ন আ’লীগের সভাপতিকে লাঞ্চিতের প্রতিবাদে সভা

Daily Jugabheri
প্রকাশিত মার্চ ১০, ২০২১
জামালগঞ্জে ইউনিয়ন আ’লীগের সভাপতিকে লাঞ্চিতের প্রতিবাদে সভা

জামালগঞ্জ প্রতিনিধি :::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীনকে লাঞ্চনার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সাচনা বাজার ইউনিয়নের রাধানগর গ্রামের টাওয়ার মাঠে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল্লাহ। কৃষক লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. আকিল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রকিব। বিশেষ অতিথির বক্তব্য দেন সাচনা বাজার ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজির হোসেন, ক্বারী আব্দুল কাইয়ুম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. আলমগীর, এলাকার মুরব্বী মো. ওসমান গনি, আছাদ্দর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মো. বদিউজ্জামান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য সোহেল মিয়া, ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক আল আমীন, কৃষক লীগের ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক সফর আলী, সমাজকর্মী আবু বক্কর, গণ্যমান্য ব্যক্তি ইউসুফ আলী, আমির আলী, তফুর মিয়া, শরীফ উল্লাহ, আব্দুল কুদ্দুছ, আকিল শাহ প্রমুখ।
বক্তারা বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও এলাকার প্রবীণ ব্যক্তি জয়নাল আবেদীনকে কিছুসংখ্যক উচ্ছৃঙ্খল দুষ্কৃতকারী কর্তৃক যে লাঞ্চিত করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যারা এই অপরাধমূলক কান্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অন্যথায় এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদটি শেয়ার করুন