সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক।
শোকবার্তায় আতিক বলেন, ব্যক্তিগতভাবে মাহমুদ-উস-সামাদ চৌধুরী ও তিনি একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন। উভয়ের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা দুজনে একসাথে সিলেটের উন্নয়নেও কাজ করেছেন। তাঁকে হারিয়ে তিনি অত্যান্ত মর্মাহত।
আতিক বলেন, সামাদ চৌধুরী শুধু একজন সফল জনপ্রতিনিধিই ছিলেন না, তিনি ছিলেন একজন সফল রাজনীতিবিদ। তাঁর মৃত্যুতে সিলেট অঞ্চলে রাজনীতির মাঠে অফুরন্ত ক্ষতি হয়েছে। যা সহজে পূরণ হবার নয়। শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা