সিলেট - ৩ (দক্ষিণসুরমা-ফেঞ্চুগঞ্জও বালাগঞ্জ) আসনের টানা তিনবারের নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা মাহমুদ উস সামাদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন। এক শোক বার্তায় তৌফিক বকস্ লিপন বলেন, মাহমুদ উস সামাদ চৌধুরী এলাকার মানুষের সেবা করার পাশাপাশি এলাকায় দলকে সুসংগঠিত করেছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেন। মানুষের সুখে- দুঃখে এগিয়ে আসতেন তিনি। গত মার্চে দেশে লকডাউন শুরু হলে সবকিছু বন্ধ হয়ে যায়। মানুষের মধ্যে খাদ্যসহ অর্থনৈতিক সংকট দেখা দেয়। এমন কঠিন পরিস্থিতিতে মাহমুদ উস সামাদ চৌধুরী নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ান। অসহায় মানুষের ঘরে ঘরে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেন। নিজ বাড়ীতে প্রতিদিন অসহায় মানুষদের মধ্যে মাছ - সবজি বিতরণ করেন। নিজ গুণের কারনেই জনগণের নিকট তিনি ছিলেন খুবই জনপ্রিয়। তাঁর প্রতি জনগণের আস্থা ছিল সবসময়। যুদ্ধাপরাদীদের বিচারের জন্য তিনিই জাতীয় সংসদে প্রস্তাব উত্তাপন করেন। তাঁর হঠাৎ চলে যাওয়া নিঃসন্দেহে এলাকাবাসী ও দলের জন্য কষ্টের ও বেদনার। তাঁর পরিবার -স্বজনদেরকে শান্তনা দেয়ার ভাষা কারো নেই।
তৌফিক বকস্ লিপন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারবর্গ ও দলের নেতা-কর্মীর প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস-বিজ্ঞপ্তি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা