ওসমানীনগর প্রতিনিধি::
বিশিষ্ট রাজনীতিবিদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন সিলেট জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
এক শোক বার্তায় তিনি বলেন, প্রবীণ রাজনিতিক মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ছিলেন একজন শ্রদ্ধাভাজন জনবান্ধব ও পরিছন্ন রাজনীতিবিদ। তাকে হারিয়ে বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের মানুষ শোকাহত। মিষ্টভাষী আচরণের কারণে তিনি ছিলেন সাধারণ নেতাকর্মীদের কাছে প্রিয় নেতা। সংসদ সদস্য হিসেবে জনস্বার্থে ও স্থানীয় যেকোনও অন্যায়ের বিরুদ্ধে তাঁর কন্ঠ ছিল সোচ্চার। নির্বাচনী এলাকাসহ সিলেটের উন্নয়নে তিনি রেখে গেছেন অসামান্য অবদান। তার অবদানের কথা সিলেটবাসী সব সময় মনে রাখবে। মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছের মৃত্যুতে সিলেটবাসীসহ জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো। শোকবার্তায় অ্যাডভোকেট আনোয়ার হোসেন মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা