বিশ্বনাথ প্রতিনিধি : যুবদল নেতা মোহাম্মদ সাহেদ আলমের উপর আতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা। গত ২১ মার্চ রোববার বেলা আড়াইটার দিকে বিশ্বনাথের পুরানবাজারের প্রবাসী চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা মো: সাহেদ আলম বিশ্বনাথ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। তার পিতার নাম মোহাম্মদ আব্দুর রহিম। বিশ্বনাথ উপজেলার চৈতননগরে তার বাড়ী।
এতে গুরুতর আহত হয়েছে ওই যুবদল নেতা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২১ মার্চ রোববার বেলা আড়াইটার দিকে বিশ্বনাথের পুরানবাজার সংলগ্ন প্রবাসী চত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা মো: সাহেদ আলম বিশ্বনাথ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক। তার পিতার নাম মোহাম্মদ আব্দুর রহিম। বিশ্বনাথ উপজেলার চৈতননগরে তার বাড়ী।
আহত যুবদল নেতার পরিবার থেকে অভিযোগ করা হয়, রাজনৈতিক মতবিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ সাহেদ আলমের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। রাজনৈতিক বৈঠকে অংশ নিতে মোহাম্মদ সাহেদ আলম বাড়ি থেকে বিশ্বনাথ সদরে যাওয়ার পথে পুরানবাজারের প্রবাসীচত্বরে সিএনজি থেকে নামামাত্র ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা প্রাণে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। সন্ত্রাসীদের আক্রমনে মোহাম্মদ সাহেদ আলম জ্ঞান হারালে মৃত ভেবে সন্ত্রাসীরা চলে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদ সাহেদ আলম বিশ্বনাথের পুরানবাজারে (প্রবাসী চত্ত্বর) সিএনজি গাড়ী থেকে নামামাত্র উপজেলা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেনের নেতৃত্বে শামীম, ফয়ছল, রাজু আহমদ খাঁন, ব্লাক জাকির, বদরুল, শাহীন ও মুসাসহ বেশ কয়েকজন ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন তিনি। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তার বাম হাত ভেঙ্গে গেছে ও শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর আঘাত রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মোবারক হোসেনের সাথে যোগাযোগ করা যায়নি। তার ফোন কেউ রিসিভ করেনি। করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সংঘর্ষের খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কাউকে পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা