কানাইঘাট প্রতিনিধিঃ
মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কানাইঘাট উত্তর বাজার পর্যন্ত জনসাধারণের মুখে থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম সহ থানার এসআই, এএসআই সহ একদল পুলিশ। তারা উপজেলা রোড সহ কানাইঘাট বাজারে আগত সাধারণ নারী পুরুষের মুখে মূখে মাস্ক পরিয়ে দেন। এবং হ্যান্ড মাইকে সবাইকে কোভিড থেকে রক্ষা পেতে মাস্ক পরার আহবান জানান। পরে কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ উদ্যেগ নেওয়া হয়েছে। সেই লক্ষে সারা দেশের পুলিশ এ কর্মসূচী পালন করছে। কারন মানুষকে সচেতন করতে তারা এ উদ্যোগ নিয়েছেন। তিনি উল্লেখ করে বলেন গত বছরের কঠিন সময়েও তারা জীবনের ঝুকি নিয়ে এ ধরণের ভুমিকা পালন করেছেন। তারা সব সময়ে মানুষের বন্ধু হয়ে পাশে রয়েছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা