জামালগঞ্জ প্রতিনিধি :::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে একটি গ্রামের ৮টি বাড়ি ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
আগুনে ক্ষতিগ্রস্ত জাকির হোসেন জানান, প্রতিদিনের মতো খেয়েদেয়ে ঘুমানোর সময় হঠাৎ আগুন আগুন চিৎকারে ঘরের বাইরে গিয়ে দেখতে পাই পাশের ঘরগুলোতে আগুন দাউ দাউ করে জ্বলছে। মুহূর্তের মধ্যেই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশপাশের লোকজন এসে দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাতের বেলায় আগুনের ঘটনায় বাড়িঘরের কিছুই রক্ষা করা যায়নি। তবে আগুন কিভাবে লেগেছে সে তথ্য এখনও খোঁজে পাওয়া যায়নি।
রাধানগর গ্রামের আলম মিয়া জানান, আগুনে ৮টি বাড়ির সবকিছুই একেবারে শেষ হয়ে গেছে। আমার জানা মতে জাকির হোসেনের একটি মোটরসাইকেল ও ৪০ হাজার টাকা, তৈয়বুর রহমানের স্ত্রীর ১টি সেলাই মেশিন, আরেক নারী রুহুল আমীনের স্ত্রী কাদুনির চালের ড্রামের ভেতর ৯০ হাজার টাকা আগুনে পুড়ে গেছে বলে জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত দেব, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী রাম কুমার সাহা, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার রাত ১২টায় ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্তদের সান্ত¦না দেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে রাধানগর গ্রামের লাল মাহমুদের ছেলে আয়না মিয়া, আইন উদ্দিন, মাশয় মিয়ার ছেলে আতাউর, ইস্কান্দর আলীর ছেলে কালন মিয়া, আব্দুল বারিকের ছেলে রুহুল আমিন, আব্দুল গোলাপের মেয়ে রিনা আক্তার, সুরুজ আলীর স্ত্রী বানেছা বেগম, তৈয়বুরের স্ত্রী বাক প্রতিবন্ধী রোকশানা, কালন মিয়ার ছেলে জাকির হোসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব বলেন, আগুন লাগার খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে সমবেদনাসহ প্রতি পরিবারকে ২ ভান ঢেউটিন, ৬ হাজার টাকা, ৫০ কেজি চাল ও ২টি করে কম্বল দেওয়া হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা