ওসমানীনগর প্রতিনিধি::
সামাজিক সংগঠন ওসমানীনগর স্টুডেন্টস ক্লাব’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে র্যালী ও পথসভা আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার তাজপুর বাজার থেকে একটি র্যালী বের করে সিলেট-ঢাকা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। র্যালী শেষে ওসমানীনগরে স্টুডেন্টস ক্লাব’র সভাপতি এমএ করিমের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, প্রচার সম্পাদক সেবুল আহমদ।
ওসমানীনগর স্টুডেন্টস ক্লাব’র সাধারণ সম্পাদক মালেক আহমদ ও যুগ্ম সম্পাদক আব্দুল রাহিমের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য যুবলীগ নেতা আয়াছ আহমদ, জেলা যুবলীগ নেতা শামীম আহমদ, উপজেলা যুবলীগ নেতা তুরণ আহমদ, শফিকুল ইসলাম, ফুরুক আহমদ ও আবু বক্কর প্রমুখ। এছাড়া ওসমানীনগর উপজেলা স্টুডেন্টস ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছিল একটি ভূখন্ড, যার নাম বাংলাদেশ। সবুজ জমিনে রক্তিম সূর্যখচিত মানচিত্রের এই দেশটির স্বাধীনতার ৫০তম বার্ষিকী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এ দিনটি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরও। এবার তাই উদযাপনেও যোগ হয়েছে ভিন্নমাত্রা। এর সাথে আর একটি নতুন পালক যোগ হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। বক্তারা আরো বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই সকল শিক্ষার্থীকে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধুর চেতনা ধারণ ও লালন করতে হবে।