প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৮:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ
জৈন্তাপুরে মর্টার সেল উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার হরিপুর ৬নং কূপ এলাকায় পুকুর খনন করার সময় ২টি মর্টার সেল উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৯ মার্চ সোমবার বিকাল ৫টার সময় উপজেলার হরিপুর ইউনিয়নের ৬নংকূপ গ্রামের বাসিন্ধা জমির উদ্দিনের পরিত্যাক্ত পুকুর খননের সময় কর্মরত শ্রমিকরা দুটি মর্টারসেল দেখে। পরে তারা সেগুলো উদ্ধার করে বালতীর পানিতে ডুবিয়ে রাখে।
বিষয়টি সন্ধ্যার পর পুলিশ জানলে উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত ১টায় উত্তর সিলেটের সিনিয়র সার্কেল এএসপি মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহসিন আলী, ইনস্পেক্টর তদন্ত মো. ওমর ফারুক'র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং মর্টারসেল দুটি উদ্ধার করে নিয়ে আসেন।
সার্কেল এসপি মো. আব্দুল করিম জানান, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থলে ছুটে যাই মর্টার সেল দুটি আমাদের হেফাজতে নিয়ে আসি।
তিনি আরও বলেন, দুটি মর্টার সেল দেখে মনে হচ্ছে স্বাধীনতা যুদ্ধের সময় শত্রুর ছুড়া হতে পারে। সেল দুটি পানিতে পড়ে অবিষ্ফোরিত অবস্থায় রয়েছে। শ্রমিকরা পুকুর খনন করেত গেলে সেল দুটি পাওয়া যায়। এরকম আরও অনেক মর্টারসেল বিভিন্ন উপজেলা হতে উদ্ধার হচ্ছে। মর্টারসেল দুটি উদ্বর্তন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা
সম্পাদকীয় যােগাযোগ- রশীদিস্তান, আম্বরখানা সিলেট , বার্তা ও বাণিজ্যিক যোগাযােগ ওয়েস্টওয়ার্ল্ড শপিং সিটি, ৬ষ্ঠ তলা, জিন্দাবাজার, সিলেট Email-jugabheri@gmail.com