কমলগঞ্জ প্রতিনিধি :::
মৌলভীবাজারের কমলগঞ্জে দলিল লিখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি পদে মো: বখতিয়ার খান, সাধারণ সম্পাদক পদে মো: শামছুল আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে সোয়েব আহমদ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দলিল লিখক সমিতিতে মৌলভীবাজার জেলা দলিল লিখক সমিতির সভাপতি মো: আব্দুল মছব্বির এর উপস্থিতিতে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৫ জন ভোটারের মধ্যে ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা