বিশ্বনাথে ‘জনমমাটি’র প্রকাশনা
বিশ্বনাথ প্রতিনিধি :::
সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, প্রকাশনার মাধ্যমে মেধা বিকশিত হয়। মেধা বিকাশে প্রকাশনার বিকল্প নেই। প্রত্যেটি প্রকাশনা, প্রকাশনায় সীমাবদ্ধ নয় এরমাত্রা দলিলে রুপান্তরিত হয়। তিনি ১৭ মার্চ শনিবার বিশ্বনাথে আইডিয়াল সমাজসেবা পরিষদ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক ‘জনমমাটি’ প্রকাশনা ও কৃর্তী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আইডিয়াল সমাজসেবা পরিষদ এর সভাপতি আব্দুর রব সরকারের সভাপতিত্বে ও মাওলানা সাদিকুর রহমান সিরাজীর পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য সহল-আল-রাজি চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারমান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, ইসলামিক ফিকহ ইনষ্টিটিউট সিলেটের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, বড়তলা মজহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নজমুল ইসলাম, ইউপি সদস্য হবিবুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ, তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আজম আলী, যুক্তরাজ্য প্রবাসী সুয়েব আহমদ, লাইসিয়াম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী, আশুগঞ্জ আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সহকারি শিক্ষক কাওছার আহমদ, বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুহেল মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিয়াল সমাজসেবা পরিষদ এর সহ-সভাপতি রফিক আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন তালুকদার, কোষাধ্যক্ষ আবু সুফিয়ান, অফিস সম্পাদক রহিম আলী, ছাত্র কল্যাণ সম্পাদক নাজমুল হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক আজাদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন আইডিয়াল সমাজসেবা পরিষদ এর সহ-সভাপতি সালেহ আহমদ, সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ জসিম, সাংগঠনিক সম্পাদক নোমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, প্রচার সম্পাদক এম এ সাঈদ, সহ-প্রচার সম্পাদক গুলজার আহমদ, নির্বাহী সম্পাদক জাকির হোসেন, সাকিব আহমদ, রায়হান, জামিল তালুকদার, নাজিমউদ্দিন, জয় প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা