কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণাধীন প্রেসক্লাব ভবনের আন্ডারগ্রাউন্ডের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় এ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, প্রেসক্লাব ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমদ, কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, জসিম উদ্দিন শাকিল, পৌরসভার প্রকৌশলী মুহাম্মদ বেলাল চৌধুরী, কবি শহীদ সাগ্নিক, প্রেসক্লাবের বর্তমান ও সাবেক, সাংবাদিক সমিতি, সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটি, মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজ উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায় ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, সরকারি-বেসরকারি সহযোগিতা ও দেশ-বিদেশের বিভিন্ন দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এ ঢালাই কাজ সম্পন্ন করা হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা