সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাংবাদিক মো. ইসলাম আলীর ছবি ব্যবহার করে একটি আইডি (ফতেপুর সংবাদ) তৈরি করে তা থেকে তাঁর সামাজিক, পারিবারিক, ব্যক্তিগতভাবে আক্রমন করে। গত মঙ্গলবার রাতে সিলেটের এসপি, হেফাজত-ছাত্রলীগকে জড়িয়ে একটি পোষ্ট করে যার ফলে তার নিজ এলাকা ৬ নম্বর ফতেহপুর ইউনিয়নে ব্যাপক প্রতিক্রিয়া সৃস্টি করে। তিনি গতকাল বুধবার তার নিরাপত্তার জন্য গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়ের করেছেন। যাহার নং- ৯৭০।
সাধারণ ডায়েরিতে সাংবাদিক ইসলাম আলী বলেন, তিনি জিডিতে উল্লেখ করেন ৬ নম্বর ফতেপুর ইউনিয়নে বিগত ইউ/পি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপির ধানের শীষ প্রতীক থেকেও বেশি ভোট পান। এর আগেও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। তিনি নিরপক্ষ লোক হিসাবে এলাকায় পরিচিত ও আসন্ন ইউ/পি নির্বাচনে আবারও প্রার্থী এবং এলাকার সাধারণ মানুষের সমর্থনে বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকায় একটি কুচক্রি মহল তাঁর জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে দেশের সংকটময় মূহুর্তে তাঁর বড় ধরনের ক্ষতি করার লক্ষ্যে তার ছবি ব্যবহার করে হেফাজত নেতা বানিয়ে ফেইসবুক আইডি ফতেপুর সংবাদ নামক একটি আইডি থেকে পোষ্ট করে এবং পুলিশ সুপারের কার্যালয় আগুন জ্বালিয়ে দেবেন বলে হুমকি প্রদান করেছেন বলে এই পোস্টে উল্লেখ করে। প্রেস-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা