• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তামাবিল রোডে সড়ক দূর্ঘটনা : কানাইঘাটের নিহত দুই যুবকের দাফন সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত মে ৩, ২০২১
তামাবিল রোডে সড়ক দূর্ঘটনা : কানাইঘাটের নিহত দুই যুবকের দাফন সম্পন্ন

কানাইঘাট প্রতিনিধি ::
সিলেট তামাবিল রোডে দরবস্ত নামক স্থানে সড়ক র্দূঘটনায় নিহত কানাইঘাটের দুই যুবকের দাফন সম্পন্ন করা হয়েছে।  সোমবার বিকাল ৩টায় উপজেলার বাণীগ্রাম ইউপি’র দলিবিল দক্ষিণ নয়াগাউ গ্রামের মাঠে নামাজে জানাযা শেষে তাদেরকে মহল্লার কবরস্থানে দাফন করা হয়। নিহত ঐ দুই যুবকের জানাযার নামাজে হাজারো মানুষ অংশ নেন। এ সময় আত্মীয়-স্বজনদের আহাজারীতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। পারিবারিক সূত্রে জানা যায় মৃত সিফত উল্লার আশিক উদ্দিন পেশায় ট্রাক চালক। আর শহর উল্লার পুত্র সুলতান আহমদ মিনহাজ লেখাপড়ার পাশাপাশি ব্যবসার সাথে জড়িত। গত রবিবার রাতে তারা ট্রাক যোগে বালু আনতে কানাইঘাট থেকে সারিঘাটের উদ্দ্যেশে রওয়ানা দিয়েছিলেন। চতুল বাজার যাওয়া মাত্র তাদের ট্রাকের একটি হেড লাইট বিকল হয়। দরবস্ত বাজারের একটি গ্যারেজে লাইটটি মেরামতের জন্য তারা ট্রাক থামিয়েছিলেন এবং ইঞ্জিনিয়ার তাদের ট্রাকের লাইটটি মেরামত করছিলেন এতে তারা পাশে দাড়িয়েছিলেন। হঠাৎ করে বিপরীতগামী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের দিকে এসে সজোরে তাদেরকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। কানাইঘাটের এই নিহত দুই যুবকের মধ্যে আশিক উদ্দিন বিবাহিত তার শিশু দুটি বাচ্চা রয়েছে এবং সুলতান আহমদ মিনহাজ পরিবারের ৫ ভাইয়ের চতুর্থ। দুজনেরই বাড়ি পাশাপাশি। তাদের পরিবারে এখনো শোকের মাতম চলছে।

সংবাদটি শেয়ার করুন