নিজস্ব সংবাদদাতা, বানিয়াচং :::
হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে এক বৃদ্ধা নারী ও এক কিশোরী নিহত হয়েছেন।
৪ মে মঙ্গলবার দুপুর আড়াইটা ও বিকাল সাড়ে চারটায় ভিন্ন ভিন্ন স্থানে বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত কিশোরীর নাম করমতি রবি দাস(১৬) ও আরেকজন লক্ষী রানী দাশ(৫৫)
এলাকাবাসী ও উপজেলা প্রকল্প অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০ নম্বর সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের অর্জুন রবি দাসের কিশোরী কন্যা করমতি রবি দাস দুপুর আড়াইটায় বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বজ্রপাতে নিহত অপরজন উপজেলার ১ নম্বর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের মৃত রতিশ সরকারের স্ত্রী লক্ষী রানী (৫৫) হাওরে ধান কুড়িয়ে আনতে গিয়ে বজ্রপাতে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রান হারিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা মলয় কুমার দাশ জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা