সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চগঞ্চ ও বালাগঞ্জ) আসনের প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণসহ সমগ্র সিলেটবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের জন্য মহান আল্লাহতায়ালা ঈদুল ফিতরের দিন নির্ধারণ করে দিয়েছেন। এক মাসের কষ্ট আর ক্লান্তিকে ভুলে গিয়ে এদিন আনন্দ ও খুশিতে মেতে উঠার দিন। রমজানের তাকওয়া অর্জনের প্রকৃত শিক্ষা সকলের মাঝে সমভাবে ছড়িয়ে পড়–ক এই প্রত্যাশা করেন। ঈদ বয়ে আনুক অনাবিল সুখ-সমৃদ্ধি। সকলকে ঈদ মোবারক।
উল্লেখ্য, সোমবার থেকে ফারজানা সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জের নুরপুরস্থ বাড়িতে অবস্থান করছেন। ঈদুল ফিতরের দিন থেকে নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের সাক্ষাৎ করে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা