নিজস্ব সংবাদদাতা, জৈন্তাপুর :::
সিলেটের জৈন্তাপুর থানাধীন আল বাগান এলাকা থেকে বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে অফিসার চয়েজসহ ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করে র্যাব। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করে র্যাব।
বৃহস্পতিবার (২০ মে) গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে বুধবার (১৯ মে) বিকেলে গোপন তথ্যে র্যাব এ অভিযান চালায়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জৈন্তাপুর থানাধীন আসামপাড়া (গুচ্ছগ্রাম) নুরুল ইসলামের ছেলে সেলিম (৪৯) ও একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শাহ আলম (৩৮)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যে র্যাব অভিযান চালিয়ে বিদেশী মদসগ ২জনকে গ্রেফতার করেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা