নিজস্ব সংবাদদাতা, শ্রীমঙ্গল :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান রনধীর কুমার দেব ঢাকার এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
ঢাকার এভার কেয়ার হাসপাতালে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন অসুখে ভোগছিলেন।
এদিকে রনধীর কুমার দেবের মৃত্যুতে শোক জানিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা