যুগভেরী ডেস্ক :::
সিলেট জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন লিপুর উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। গতকাল ৩ জুন বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বিক্ষোভ মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জিন্দাবাজারে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, মাসরুর রাসেল, জুবের আহমদ জুবের, আবুল কালাম, শিহাস খান, জহুরুল ইসলাম রাশেল, যুগ্ন-সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, শহীদ হোসেন টিটু, আলী আকবর রাজন, নির্জয় রায়সহ শতাধিক ছাত্রদলের নেতাকর্মী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা