করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সাংসদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা ম-লীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতের সুস্থতা কামনায় আজ বুধবার (২৮ জুলাই) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এদিকে শফিউল আলম চৌধুরী নাদেল সিলেটের অভিভাবক, সাবেক সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের রোগমুক্তি কামনায় সকলের দোয়া কামনা করেছেন। প্রেস-বিজ্ঞপ্তি
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা