• ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৬, ২০২১
ছাতকে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নিজস্ব সংবাদদাতা, ছাতক
সুনামগঞ্জের ছাতকে পিকআপের ধাক্কায় ফুরুবি (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা নোয়াপাড়া গ্রামের মৃত রইছ আলীর মেয়ে।
জয়কলস হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (০৪আগষ্ট) দুপুরে স্থানীয় বুড়াইরগাঁও বাজারে ফার্মেসি থেকে ওষুধ কিনতে আসেন ওই নারী। এক পর্যায়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক পারাপারের সময় দ্রুত গতির পিকআপ ভ্যান (সিলেট মেট্রো-ন-১১-১৪৬০) তাকে ধাক্কায় দিয়ে সড়কে ফেলে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ধাওয়া করে গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
গুরুতর আহত নারীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন