যুগভেরী রিপোর্ট
সিলেট শহরতলীর আখালিয়াস্থ নয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বিদেশী রিভলবার, গুলি, দেশীয় অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার করা হয়েছে।
তার নাম মো. সাব্বির খাঁন।সে আখালিয়া নয়া বাজারের মোহাম্মদীয়া আবাসিক এলাকার মো. খলিল খানের ছেলে।
র্যাব জানায়, বুধবার (৪ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল লে. কর্ণেল আবু মুসা মো. শরিফুল ইসলাম পিএসসি, এএসসি (অধিনায়ক র্যাব- ৯), মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ আখালিয়া নয়া বাজারস্থ মোহাম্মদীয়া আবাসিক এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়।
এসময় ওই এলাকার মো. সাব্বির খাঁন সাব্বির এর বসত ঘরের শয়ন কক্ষে অভিযান পরিচালনা করে একটি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড গুলি, ২টি রামদাঁ, ১টি চাইনিজ কুড়াল, ১টি হকিস্টিক ও ভিডিও রেকর্ডার সহ তাকে গ্রেফতার করে র্যাব।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ১৮৭৮ এর ১৯(অ)/ ১৯ (ভ) ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সহ এসএমপি-সিলেট এর জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা