যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান (৮২) আর নেই।
বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তিনি গত কয়েকদিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে তার শারিরীক অবস্থার অবনতি হয়। রাতেই লাইফ সাপোর্টে নেওয়া হয় প্রবীন এই রাজনীতিবিদকে।
লুৎফুর রহমানের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। তবে তার জানাযার সময় এখনো চূড়ান্ত হয়নি।
লুৎফুর রহমান গণ পরিষদ সদস্য ছিলেন। এছাড়া তিনি স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী।
পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পরলে দুইদিন আগে লুৎফুর রহমানকে নগরীর মাউন্ড এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু বুধবার সন্ধ্যার পর থেকে শারিরীক অবস্থার অবনতি হলে এই হাসপাতালেই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি : নূরুর রশীদ চৌধুরী, সম্পাদক : ফাহমীদা রশীদ চৌধুরী, সহকারী সম্পাদক : ফাহমীনা নাহাস
ভারপ্রাপ্ত সম্পাদক : অপূর্ব শর্মা